বুয়েট শিক্ষার্থীদের পর ২ কিশোরকেও জামিন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২৩:৩১ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ২৩:২২

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই কিশোরকে জামিন দিয়েছেন আদালত। জামিন ঘোষণার সময় শিশু তানিমুল ইসলাম (১৫) ও রায়হান ইসলাম সাজিদ (১৭) আদালতে উপস্থিত ছিল না।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন শুনানি হয় নারী ও শিশু আদালতে।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল। এর আগে ২ আগস্ট বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ শিক্ষার্থীর জামিন দেন তাহিরপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক।

তাহিরপুর আদালত থেকে মামলার নথিপত্র শিশু আদালতে যেতে দেরি হয়ে যাওয়ায় বুধবার কারাগারে থাকা অপ্রাপ্তবয়স্ক দুজন শিক্ষার্থীর জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারেনি। পরে বৃহস্পতিবার তাদের জামিন শুনানি হলে আদালত তাদের জামিন দেন। এতে করে ৩৪ জন জামিনে মুক্তি পেয়েছেন।

এদিকে শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবদুল হক বলেন,দুই নাবালকের মধ্যে একজন বুয়েটের এক ছাত্রের ভাই। অন্য একজনকে নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়টির একজন ছাত্র যিনি ওই নাবালকের গৃহশিক্ষক।

আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন,পুলিশ তাদের সন্দেহের কোনো কারণ জানাতে পারেনি। ছাত্রদের রিমান্ডে নেওয়ার কোনো যুক্তি দিতে পারেনি। তাই শিক্ষার্থীরা জামিন পেয়েছে। সাধারণত এ ধরনের মামলায় তা হয় না।শিক্ষার্থীদের দলটি কেবল ছুটি কাটাতে সেখানে গিয়েছিল। টাঙ্গুয়ার হাওর একটি পর্যটন স্পট। এখানে হাজার হাজার মানুষ বেড়াতে আসে। মানুষ নিয়মিত দলবেঁধে আসে। এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ ছিল না। দলটি থেকে জব্দ করা কথিত লিফলেট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,গ্রুপের কয়েকজন ছাত্র নামাজের মতো নিয়মিত ধর্মীয় কর্তব্য বিষয়ক হাদিস এবং ইসলামিক আইনের বই ডাউনলোড করেছে।

অভিযুক্ত শিক্ষার্থীদের উদ্ধৃত করে তিনি বলেন,পুলিশের দাবি অনুযায়ী তাদের কাছে কোনো বই ছিল না। কিছু শিক্ষার্থী গুগল থেকে হাদিস ও ইসলামিক আইন সম্বলিত ইসলামিক বই ডাউনলোড করেছিল। এই দলটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কোনো দ্বীপের দিকে যাচ্ছিল না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান,বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ শিক্ষার্থীকে জামিন দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্তের বিষয়ে পুলিশের কোনো মন্তব্য নেই। আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি।

উল্লেখ্য,গত রবিবার(৩০ জুলাই)একটি পর্যটকবাহী নৌকা থেকে টাংগুয়ার হাওর থেকে ট্যাকেরঘাট যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ। এঘটনা জানাজানি হলে উপজেলা ও জেলা জুড়ে তোলপার সৃষ্টি হয়। পুলিশের দাবি,গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। এরপর আটকের ২৪ ঘন্টা পর সোমবার (৩১ জুলাই)বিকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো,জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাহিরপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রাশেদুল কবির বাদী হয়ে মামলা দায়ের করে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারহান সাদিক ৩২জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন এবং দুইজনের বয়স ১৮বছরের কম হওয়ায় তাদেরকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মোঃ জাকির হোসেন। এদের মধ্যে ৩১জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। অন্য তিন জনের দুই জন এই বছর এসএসসি পাস করেছে। একজন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :