টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৩, ১৭:৫৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক দীপ আজাদের নেতৃত্বে সাংবাদিক নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভূইয়া সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এআর)