বরিশালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশ | ১০ আগস্ট ২০২৩, ২২:১০

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল নগরীতে বৃষ্টিতে ভিজতে গিয়ে ডোবার ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান।  

মৃতরা হলো- নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বাঘিয়া নয়াদা এলাকার মো. আনোয়ার হোসেনের ছয় বছরের মেয়ে খাদিজা এবং তার ছোট ভাই দেলোয়ার হোসেনের পাঁচ বছরের মেয়ে দ্বিনিয়া। তারা সম্পর্কে চাচাতো বোন। 

স্বজনদের বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, দুপুরে ওই দুই শিশু বৃষ্টিতে ভিজতে বাড়ির সামনের রাস্তায় যায়। বাড়ির সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লে ওদের কথা ভুলে যায়। 

তিনি বলেন, কিছু সময় পর মনে পড়লে তাদের খুঁজতে বের হন স্বজনরা। এক পর্যায়ের পাশে বিসিক এলাকায় ডোবায় ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান তারা। 

ওসি আরও বলেন, পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডোবায় একটি ফুটবল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ফুটবলটি আনতে গিয়ে দুই বোন ডুবে গেছে, জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এআর)