গজারিয়ায় মই থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ১২ আগস্ট ২০২৩, ১৪:৫৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১৫:১০

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের এপিআই শিল্প পার্কস্থ একমি ল্যাবরেটরিজ কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে রং করার মই ছিঁড়ে নিচে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মো. শহিদ (২৭) ও মো. সোবহান (২৫)।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে রঙের কাজ করতে গিয়ে দুজন দুর্ঘটনাবশত মোটা রশি দিয়ে তৈরি মই ছিঁড়ে নিচে পড়ে যায়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রং করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/ইএইচ)