সরকার হটানোর একমাত্র পন্থা রাজপথে আন্দোলন: আ‌মির খসরু

প্রকাশ | ১২ আগস্ট ২০২৩, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগ সরকারকে হটানো ছাড়া অন‌্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ‘ফ্যাসিবাদের এই সরকারকে হটানো ছাড়া বিকল্প নেই। আর এর একমাত্র পন্থা হলো রাজপথে আন্দোলন।’

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউ‌নি‌টির সাগর-রুনি হলে গণত্রান্ত্রিক বাম ঐক্যর উদ্যোগে ‘স্বৈরশাসক হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ১ দফার দাবিতে রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি একথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, সকল নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের আমলের দেশ ও জাতি কোনটাই নিরাপদ নয়। দেয়ালে আজ পিঠ ঠেকে গেছে জনগণ এবার ঘুরে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘এ সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে তা পাগলও বিশ্বাস করে না। এই ভোট চোর সরকার প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য আবারও নীল নকশা করছে। আর তা বাস্তবায়নের জন্য সরকারের আর্শিবাদপুষ্ট দুর্নীতিবাজ আর আমলারা কাজ করে যাচ্ছে। যারা গণতন্ত্র এর দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। আর এই বেইমানদের বিচার বাংলার মাটিতেই হবে।’

বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) আহবায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১২আগস্ট/জেবি/ডিএম)