লালমোহনে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৩, ১২:৫২

লালমোহন ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার লালমোহনে সুষ্ঠু, সুন্দর ও অসদুপায়মুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুষ্ঠু পরিবেশে আসন্ন এইচএসসি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে করণীয় শীর্ষক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, দপ্তর সম্পাদক সালাম সেন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/ ইএইচ)