স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ৩৮১তম স্থানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৩, ১৩:৫৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১৪:৪৭

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ)

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ডে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে ৩৮১ তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গত শনিবার (৫ আগস্ট) অধিদপ্তরের এমআইএস শাখা থেকে প্রকাশিত গত মার্চ মাসের হেলথ সিস্টেম পারফরমেন্স মেজারমেন্ট স্কোর থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় দেখা গেছে, দেশের ৪২৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৬২ দশমিক ৮২ স্কোর নিয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ৩৮১ তম।

প্রকাশিত তালিকায় সর্বোচ্চ ৯০ দশমিক ১৭ স্কোর পেয়ে প্রথম হয়েছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া, ৮৯ দশমিক ৩৭ স্কোর নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় এবং ৮৯ দশমিক ৪ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ প্রতি মাসে সেবা প্রদানের ক্রাইটেরিয়ার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলির র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সাধারণত চলতি মাসে তিন মাস আগের র্যাংকিং প্রকাশ করে থাকে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন, ৫০ শয্যা হাসপাতালের সঙ্গে আমাদের হাসপাতালের কম্পেয়ার করতে হবে। অনেক হাসপাতাল রয়েছে যেগুলো শয্যা সংখ্যা বেশি এবং যথেষ্ট লোকবল রয়েছে তাদের সাথে তো আমাদের পারফরম্যান্স এক হবেনা। আর আমাদের যথেষ্ট পরিমাণ লোকবল এবং ডাক্তারের ঘাটতি রয়েছে। এ অবস্থায় অবকাঠামোগত সুবিধার পাশাপাশি চিকিৎসক ও নার্সের সংখ্যাও বাড়াতে হবে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএ)