সাঈদীর মৃত্যুতে সমমনা জোটের শোক

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৩, ১৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ বলেছেন, ‘দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের মতো সমমনা জোটও দুঃখ ভারাক্রান্ত এবং বেদনাহত।’

 

মঙ্গলবার এক শোক বার্তায় জোটের নেতারা বলেন, ‘সাঈদীর মৃত্যু সংবাদ পরিবারের সদস্যসহ বহু ধর্মপ্রাণ মানুষের কাছে শোকাতুর পরিস্থিতি তৈরি করেছে।’

 

নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত সুবক্তা ও মুফাসসিরে কুরআন এই ইসলাম প্রচারক দুর্ভাগ্যজনকভাবে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ত্রুটিপূর্ণ ও আন্তর্জাতিকভাবে সমালোচিত এক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘকাল বন্দীদশায় থেকে কারান্তরালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’
 


নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের  আত্মার মাগফেরাত কামনা করেন। 

 

শোকবার্তায় স্বাক্ষর করেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ বিকল্প ধারার নুরুল আমিন বেপারী, মাইনোরিটি পার্টির সুকৃতি মন্ডল, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী প্রমুখ। 

 

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি/এফএ)