সীমান্ত ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৩, ১৮:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সীমান্ত ব্যাংকের ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার বঙ্গবন্ধু লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উক্ত আয়োজনগুলোতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এমএইচ/এসএ)