রাজধানীর পান্থকুঞ্জ পার্কে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৩, ১৬:৫৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ বছর বয়সি ওই যুবকের গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দেওয়া ছিল। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা জানিয়েছেন, বুধবার ভোর চারটার দিকে টহল পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পার্কের একটি বটগাছে ঝুলছিল তার লাশ। লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএস/ইএস