পুলিশ-জামায়াত সংঘর্ষ, পেকুয়ায় দুই মামলায় আসামি ২ হাজার

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৩, ১০:১৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৬

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করে ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে উপজেলা জামায়াতের আমির আবুল কালাম, সদর ইউনিয়ন জামায়াতের আমির নুরুজ্জামান ওরফে মঞ্জু, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলমের নাম রয়েছে। বৃহস্পতিবার মামলা দুটি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটায় পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা শেষে ফেরার পথে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়।

এতে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় করা মামলা দুটির বাদী পেকুয়া থানার এসআই মফিজুল ইসলাম।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দুটি হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুটি মামলার বাদী পেকুয়া থানার এসআই মফিজুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/ ইএইচ)