ডি ভিলিয়ার্সের মতে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৩, ১৫:২৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১৫:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর আগে তার চার সেমিফাইনালিস্ট দলের নাম ঘোষণা করেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এছাড়াও ফাইনালে কোন দুল দল খেলবে তার ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানান মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটার।

স্বাগতিক ভারত যে সেমিফাইনাল খেলবে তাতে কোনো সন্দেহ নাই ডি ভিলিয়ার্সের। এছাড়া বাকি তিনটি দল হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং তার দেশ দক্ষিণ আফ্রিকা।

‘অবশ্যই ভারত। আমি মনে করি তারা সেখানে আবার জিতবে। এটি একটি রূপকথার বিশ্বকাপ হতে চলেছে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিন বড় দলকে বাছাই করতে হবে তারপর চতুর্থ দল হিসেবে আমি বেছে নিব দক্ষিণ আফ্রিকাকে। যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু চতুর্থ সেমিফাইনালিস্ট হবে দক্ষিণ আফ্রিকা’ ডি ভিলিয়ার্স বলেন।

এছাড়াও তিনি বলেন, ‘আমি উপমহাদেশের বাইরের তিনটি দলকে বেছে নিয়েছি যা খুবই ঝুঁকিপূর্ণ। তবে আমি মনে করি উইকেট ভালো হবে। আমি মনে করি না বিশ্বকাপে কোনো খারাপ উইকেট দেখতে পারবো’।

সেমিফাইনালিস্ট এর পাশাপাশি ফাইনালে কোন দুই দল খেলবে তার ভবিষ্যদ্বাণীও করেন ডি ভিলিয়ার্স। তার মতে, স্বাগতিক ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসআই/এমএম)