‘ফেরি সিনেমা’ চলচ্চিত্র উৎসব শুরু মঙ্গলবার
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৩, ১৬:১৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১৬:৩৩

এক মাসব্যাপী ‘ফেরি সিনেমা ২০২৩’ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। ঢাকার ইতালীয় দূতাবাসের সঙ্গে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার সহযোগিতায় ফেরি সিনেমার বাংলাদেশ চ্যাপ্টার আয়োজন করছে।
আগামী ২২ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফেরি সিনেমা বাংলাদেশের ৮টি বিভাগের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
ফেরি সিনেমার লক্ষ্য হল বিশ্ববিদ্যালয় থেকে তরুণ দর্শকদের সমসাময়িক ইতালীয় আর্ট-হাউস সিনেমার জগতে পরিচয় করিয়ে দেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জহির রায়হান ফিল্ম সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিডিয়া ক্লাব, কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মুভি ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় চোখ ফিল্ম সোসাইটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ মোট ১০ বিশ্ববিদ্যালয় এই আয়োজনে অংশ নিচ্ছে।
এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) এর নির্বাহী বিবেশ রায় জানান, আমাদের প্রধান উদ্দেশ্য বৈশ্বিক সিনেমার সঙ্গে দেশীয় দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া।
আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সাপ্তাহিক ব্লিটজ, দৈনিক আজকের পত্রিকা, রেডিও চ্যানেল ঢাকা এফএম, এবং দীপ্ত টিভি।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএম)