খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৩, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শনিবার বিকালে জাগপার পল্টনের কেন্দ্রিয় কার্যলয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া অনুষ্ঠান পূর্বে জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল চেকআপের পর মেডিকেল বোর্ড বলে দিয়েছেন তাকে আর দেশে চিকিৎসা দেওয়ার আর কিছু নেই, তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার জন্য বলা হয়েছে। তাই আমরাও মনে করি বেগম খালেদা জিয়াকে বিদেশে জরুরী ভাবে সুচিকিৎসা করানো।

 

সরকারকে বলবো যত দ্রুত সম্ভব সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো যায় সেটাই করবে বলে বিশ্বাস করি। আর যদি সরকার বিলম্ব করেন এতে করে খালেদা জিয়ার কিছু হয় তাহলে সরকারকেই দায় দায়িত্ব বহন করতে হবে।

 

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক এস এম সাহাদত, সহসভাপতি মুন্সী মফজুলু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসন শিল্পী  যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মোঃ হোসেন মোবারক, কেন্দ্রীয় নেতা রায়হান,হুমায়ুন ইসলাম, মো. আবতাব হোসেন  প্রমুখ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জেবি/কেএম)