দাম কমল অপো-এ১৭ স্মার্টফোনের

প্রকাশ | ২১ আগস্ট ২০২৩, ১৬:২১ | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১৬:৪০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

দাম কমল অপো-এ১৭ স্মার্টফোনের। ‘স্লিক’ ও ‘ফিচার-প্যাকড’ অপো-এ১৭ এর মূল্য ১৭ হাজার ৯৯০ টাকা থেকে কমে এখন হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা।

অপো বলছে, সবার কাছে প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে আরও কাছে নিয়ে আসার জন্য এই মূল্য হ্রাস।

অপো-এ১৭ ফোনে প্রিমিয়াম ‘লেদার-ফিল’ ডিজাইনের সঙ্গে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৫০০০ এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী একটি ব্যাটারি এবং ৪ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম। এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬.৫৬ ইঞ্চি এবং স্ক্রিন রেশিও ৮৯.৮%। এছাড়া এটির পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৬৯ পিপিআই। ফোনটির রিফ্রেশ রেট ও টাচ স্যাম্পলিং রেট দুটোই ৬০ হার্জের।

এই অপো ডিভাইসটিতে রয়েছে ফিংগারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন এবং দুটি ন্যানো সিমকার্ডের সুবিধা।

ডিভাইসের সিস্টেম পরিচালনা করা হয় কালারওএস ১২.১ দ্বারা। প্রতিটি অপো-এ১৭ এর বক্সের মধ্যে পাবেন একটি ফোন, একটি চার্জার, একটি মাইক্রো ইউএসবি ডেটা কেবল, একটি সিম ইজেক্টর টুল, একটি সেফটি গাইড, একটি কুইক গাইড এবং একটি প্রটেক্টিভ কেস।

(ঢাকাটাইমস/২১আগস্ট/ইএস)