ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে গ্রিল পার্টি

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৩, ১০:৫০

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতি মিলান মন্জা ব্রিয়ানচার উদ্যোগে প্রায় সাত শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে গ্রিল পার্টি আনন্দঘন পরিবেশে আড্ডা আর দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও দুলাল মোহাম্মাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আগত প্রবাসীদের শুভেচ্ছা জানান সমিতির উপদেষ্টা মীর হোসেন বিপ্লব, গোলাম সারোয়ার, ওহিদুর রহমান দুলাল, আবদুল মতিন, আহসান উল্যাহ হাসান, ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম, মোশারফ হোসেন, মো. ফকরুল ইসলাম, আজিজুল হক, সিনিয়র সহ সভাপতি শহিদুল কবির ফারুক, সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন শিপন, বিসমিল্লাহ বাচ্চু, নুরুল আফসার, মো. ফাহিম ফোরকান, রাজু আহমেদ রাজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজীব, জাকির হোসেন, সফি উল্যাহ সুমন, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সোহেল, আমজাদ স্মরণ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সোহেল, নুর উদ্দিন, মাইনুর রাসেল আরাফাত, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক কামরান হাসান কাউসার, ফয়সাল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ আরমান উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মো. রুবেল, সোহাগ ফরাজী,  সহ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আজম খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মো. বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলী মোরতুজা, খুরশিদ আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো, সুমন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক মো. রিপন, সদস্য শাহাদাত হোসেন, এনামুল হক রিমন, মাহিদ হোসেন, হাফিজ উদ্দিন খোকন, মো. রুবেল, মো. রহমান আরিফুল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মিলান ইসলামী স্টাডি ফোরামের সভাপতি শাহাদাত হোসেন, বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মো. আলমগীর হোসেন, রিপামন্তি মসজিদের সাধারণ সম্পাদক খিরাত হাসান।

দুপুরের আপ্যায়ন শেষে আড্ডা গান করে সুন্দর সময় অতিবাহিত করেন আগত সকলেই। পরে মহিলাদের মধ্যে বালিশ খেলা ও সুই সুতা দৌড় এবং ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/ইএইচ)