আন্তর্জাতিক ব্রেইন বি প্রতিযোগিতায় তৃতীয় ইরানি ছাত্রী

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৩, ১৮:৩৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১৮:৪১

ঢাকা টাইমস ডেস্ক

ইন্টারন্যাশনাল ব্রেইন বি (আইবিবি) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ইরানি ছাত্রী কিমিয়া আহমাদি।


১৭ বছর বয়সী ইরানি এই শিক্ষার্থী ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারচুয়ালি অনুষ্ঠিত আইবিবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে।


বিশ্ব চ্যাম্পিয়নশিপটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) ওয়াশিংটন, ডিসি-তে এই বছরের হোস্ট কনফারেন্সের বার্ষিক কনভেনশনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়।

২৫তম আন্তর্জাতিক ব্রেইন বি বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী হয়েছেন হংকংয়ের ১৬ বছর বয়সী ছাত্র চুন হেই তাই। দ্বিতীয় হয়েছেন নিউজিল্যান্ডের স্ট্যানলি ঝাং এবং তৃতীয় হয়েছেন ইরানের কিমিয়া আহমাদি।

সারা বিশ্ব থেকে মোট ৩১টি জাতীয় দল ব্রেইন বি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএম)