শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৩, ১০:৪৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩, ১৩:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম বলেন, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশকিছু দিন থেকে এ এলাকায় ঘোরাঘুরি করছিল। হঠাৎ সকালে জানতে পারেন, বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে চলে গেছে। পরে ভারতে অবস্থারত কিছু মানুষ আমাদের কাছে ছবি পাঠিয়েছে। এ দেখে আমরা নিশ্চিত হয়েছি।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, বিষয় আমাদের নজরে এসেছে। খোঁজখবর নিতে কয়েকজন লোক সেখানে গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

 

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/ইএইচ)