শাহবাগে ছবিরহাটের গেটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৩, ২২:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান ছবিরহাট গেটের সামনে থেকে (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামপরিচয় জানা যায়নি।
গেটের সামনে পড়ে থাকা ওই যুবককে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ -পরিদর্শক (এসআই)মাহমুদ হাসান বলেন, আমরা খবর পেয়ে রাত সাতটার দিকে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট গেটের সামনে চিত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। 
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে নিহত যুবক মাদকাসক্ত ছিল। অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। (সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় শনাক্ত করা যেতে পারে। নিহতের পরনে ছিল ক্রিম রঙের গ্যাবাডিনের ফুল প্যান্ট ও কালো চেক শার্ট।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এএ/ইএস)