আবারও গ্রেপ্তার হলেন ট্রাম্প

প্রকাশ | ২৫ আগস্ট ২০২৩, ০৯:১১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ০৯:৫২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার জর্জিয়ার ফুল্টন কাউন্টি আদালতে আত্মসমার্পণ করলে আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্স। 

এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন ট্রাম্প।

সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার হলেও মাত্র ২০ মিনিটির ব্যবধানে ট্রাম্পকে জামিন দেওয়া হয়েছে। 

গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এর পর জামিনে বের হয়ে জর্জিয়ায় ফিরে যান। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। ওই মামলায় ট্রাম্পসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

এর আগে, গত ১ আগস্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। ওই মামলায় ৩ আগস্ট বিকালে ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এফএ)