মির্জাপুরে আবাসিক হোটেল থেকে ১৩ নারীসহ ২২ জন আটক

প্রকাশ | ২৫ আগস্ট ২০২৩, ২১:৫৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ইয়ার গার্ডেন নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, গোড়াই এলাকার মোবারক হোসেন খানের ভবনের চার তলা ভাড়া নিয়ে কুমিল্লা এক ব্যক্তি ইয়ার গার্ডেন নামে আবাসিক হোটেল ব্যবসা করে আসছেন।

আবাসিক হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে অসামাজিক (অনৈতিক) কাজ করে আসছিলেন। গোপন সংবাদে শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের সঙ্গে জড়িত ৯ জন খদ্দের এবং ১৩ জন পতিতাসহ ২২ জনকে আটক করা হয়েছে বলে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আইয়ূব খান জানিয়েছেন। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এসএ)