জামালপুরের ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই
প্রকাশ | ২৬ আগস্ট ২০২৩, ১২:১০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:৫৮
জামালপুরের ভাষা সৈনিক ও শতবর্ষী গণসংগীত শিল্পী কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। শুক্রবার রাত ১১টায় জামালপুরের বেলটিয়া পৌর এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় জমান।
কয়েস উদ্দিন সরকারের জানাজা তার নিজ বাড়ি বেলটিয়ায় শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় দয়াময়ী সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেয়া হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কয়েস উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/ইএইচ)