বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মা-মেয়ে দুজনেরই মৃত্যু

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৩, ০৯:৩৪

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে বিদ্যুতের আর্থিং তারে শর্ট সার্কিটে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্টের স্বীকার হন। সেসময় মেয়েকে বাঁচাতে গেলে মা মরিয়মও বিদ্যুৎস্পৃষ্টের স্বীকার হন। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মুত্যু হয়।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মা মেয়ে দুজনেই মৃত্যুবরণ করেছে ঘটনাটি দুঃখ জনক। এই শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পরপরই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, পরে বিস্তারিত জানানে হবে।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/ইএইচ)