ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাসান আটক, অস্ত্র জব্দের দাবি

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৩, ১৪:৩১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১৪:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর হাতিরপুল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে তিনটি ককটেল ও গুলিভর্তি বিদেশি পিস্তল জব্দের দাবিও করেছে ডিবি।
 
এর আগে ১৮ আগস্ট রাতে রাজধানীর লালবাগ থেকে ছাত্রদলের ৬ নেতা নিখোঁজ হন। এরপর বিএনপির পক্ষ থেকে নিখোঁজ নেতাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানানোর ২৪ ঘণ্টা পর ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। ১৯ আগস্ট রাতে মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এক বার্তায় বলা হয়, রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিএনপি বাসার নিচ থেকে নিখোঁজ হওয়ার দাবি করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের লালবাগ মোড় থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএম/এফএ)