বিজ্ঞান ভিত্তিক তদন্ত অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে: সিআইডি প্রধান

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৩, ২১:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, ‘বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে অপরাধের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটালি আমরা যত উন্নয়ন করছি, তদন্ত ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্যের ওপর আমাদের নির্ভরশীলতা তত বাড়ছে।

সোমবার সিআইডি সদরদপ্তরে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরা ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে তিনি একথা বলেন।

৫৩ জন সহকারী জজ বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৫৮ জন কর্মকর্তা শিক্ষা সফরে আসেন। এ বিষয়ে সিআইডিতে এক দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ফরেনসিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা পাবেন যার মাধ্যমে তাদের বিচারিক দক্ষতা বৃদ্ধি পাবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণকে ডিএনএ, ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ল্যাব, জেনারেল ফরেনসিক, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম সম্পর্কে বিশদ আলোচনাপূর্বক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সিআইডির বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য দেন সিআইডির ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান।

এসময় সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, ডিআইজি (চট্রগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ)  শেখ নাজমুল আলম, ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮আগস্ট/এএ/ইএস