আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৩, ১৫:১০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ১৫:১৫

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ আশপাশের অঞ্চল। মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪ দশদিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্প হয়েছে শুনেছি। তবে ঢাকায় অবস্থান করায় কিছু বলতে পারছি না। 

ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. রোবায়েত কবীর বলেন, সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী এলাকায়।

সিলেট আবহাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ডাউকি ফল্টে। ৪ দশমিক ৬ মাত্রায় হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। 

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসএ)