সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৩, ১৬:০৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরের ফলাফল জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়। ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। বরাবরের মতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখানো হচ্ছে।

গত রবিবার ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। এর আগে গত ২১ জুন কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/ডিএম)