প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন লিটন

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৩, ১৮:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ভাগ্য যেন সহায় হচ্ছে না বাংলাদেশি ড্যাশিং ওপেনার লিটন কুমার দাসের। আসন্ন এশিয়া কাপ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। সেটাই সত্যি হতে চললো। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই ওপেনার। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই ক্রিকেটারের।

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হুট করেই অসুস্থ হয়ে পড়েন লিটন দাস। দল ছেড়ে চলে গেলেও যেতে পারেননি তিনি। আর এর মধ্যে শোনা গেল আরও দুঃসংবাদ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না লিটনের।

তবে দ্বিতীয় ম্যাচেই যোগ দেবেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হব্ পাকিস্তানে। তাই সরাসরি পাকিস্তানেই দলের সেঙ্গ যোগ দেন লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র থেকে লিটনের বিষয়টি জানা গেছে।

এদিকে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে লিটনকে নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটন অসুস্থ। সুস্থ হলে সে যাবে। আমরা ওর জন্য ওয়েট করছি।’

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এমএম)