জামালপুরে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ওপরে

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৩, ১৩:৩১

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বৃদ্ধিতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার তীরবর্তী এলাকার ফসলে জমি তলিয়ে গিয়ে উপজেলার নিম্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠতে শুরু করেছে। এদিকে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী ফসলি জমিতে ঢুকে পড়েছে। তবে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই। তবে আগামী তিনদিন পানি বৃদ্ধি পেতে পারে। 

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)