ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৩, ১৯:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে একটি তিন দিন বয়সী ছেলে শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুটির নাম আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে শিশুটি চুরি হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, মিরপুরের রূপনগরের ১০ নম্বর টিনশেড এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মো. হিরণের স্ত্রী শাহিনা বেগম মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর মা ও শিশুটিকে ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বেডে রাখা হয়।

নিখোঁজ নবজাতকের দাদি মশুরা বেগম জানান, আব্দুল্লাহ মায়ের বুকের দুধ পাচ্ছিল না। পাশের ১৪ নম্বর বেডে সন্তান প্রসব করা শম্পা নামে এক নারী তাকে দুধ খাওয়াতো। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শম্পার কোলে দেখা যায় আব্দুল্লাহকে। শম্পা এখনো ওয়ার্ডেই আছে। কিন্তু বাচ্চার খবর সে নাকি জানে না!

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক গণমাধ্যমকর্মীদের বলেন, একটি নবজাতকের নিখোঁজ সংবাদ পেয়েছি। তবে হাসপাতালে সতর্কতা জারি করা হয়ছে। ছাড়পত্র ছাড়া কোনো শিশু হাসপাতাল থেকে বের হতে পারে না।

ঢাকাটাইমস/৩১আগস্ট/এএ