কালকিনিতে দুর্বৃত্তের আগুনে ৭ ঘর পুড়ে ছাই

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৮

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে দুর্বৃত্তের দেয়া আগুনে নগদ অর্থসহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন।

শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত মুনসের মৃধার স্বজন মস্তফা হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সম্প্রতি একটি মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার এলাকায় একটি শালিস হয়। ওই মারামারির সময় হামলা চালিয়ে মৃধা বাড়ির ছেলে শামীম মৃধার হাত ভেঙে ফেলে কাজী বাড়ির আসিফ, আক্কাশ, মফিজুলসহ বেশ কয়েকজন। এ অপরাধে তাদেরকে শালিসে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা পুনরায় আমাদের বাড়িতে রাতের আধারে আগুন লাগিয়েছে। আমরা থানায় মামলা করবো।

পূর্বএনায়েতনগরের ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে ভুক্তভোগীদের।

এ ব্যাপারে কালকিনি থানার থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)