রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের বিশেষ অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ ফরহাদ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার দুপুরে উদ্ধারকৃত হেরোইনসহ তাকে গোদাগাড়ি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ফরহাদ উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

এরআগে শুক্রবার রাতে উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর সদর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল উপজেলার মহিশালবাড়ী এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ফরহাদ নামের এক ব্যাক্তির হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকেসহ উদ্ধারকৃত হেরোইন র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)