ফের বৃষ্টি বাগড়ায় বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

 

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির দাপুটে বোলিংয়ে শুরুতেই দুই অভিজ্ঞ ব্যাটারকে হারায় ভারত। এবার শ্রেয়াস আয়ারকে সাজঘরে ফেরালেন হারিস রউফ। তাতেই চাপে পড়েছে দল। এর মাঝেই শুরু হলো বৃষ্টি। ফলে দ্বিতীয়বারের মতো বন্ধ রয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১.২ ওভারে ৩ উইকেটে ৫১ রান। এখন ৬ রানে শুভমান গিল ও ২ রানে ইষাণ কিষাণ ব্যাট করছেন।

পাল্লেকেলেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না ভারতের। শাহিন ‍শাহ আফ্রিদির বোলিং তোপে দ্রুতই সাজঘরে ফেরেন রোহিত ও কোহিল। আউট হওয়ার পূর্বে ১১ রান করেন রোহিত। কোহলি ফেরেন ৪ রানে।

ভালো ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়াস আয়ার। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি হারিস রউফ। আউট হন ৯ বলে ১৪ রানে।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এমএম)