দাখিলে বৃত্তি পেলেন সহস্রাধিক শিক্ষার্থী

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মাদরাসা শিক্ষা বোর্ডের এসএসসি সমমান পরীক্ষা দাখিলের ফলাফলের ভিত্তিতে এ বছর এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি দেওয়া হবে ৬০০ জনকে এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে ৭৫০ জনকে। ইএফটি বা জিটুপির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেবে সরকার। আগামী দুবছর এ সুবিধা পাবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশ করা গেজেট বা তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলেছে শিক্ষার্থীদের। এর ফলে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে যাবে।

এছাড়াও জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেওয়া হবে এবং বার্ষিক এককালীন দেওয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা ও বার্ষিক এককালীন ৬০০ টাকা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/টিএ/ইএস)