বগুড়ায় নৈশপ্রহর‌ীর লাশ উদ্ধার

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস

বগুড়ায় বিসিক শিল্পনগরীতে আব্দুল বাসেদ (৪০) নামে এক নৈশপ্রহরীর মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শাওন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল বাসেদ বগুড়ার গাবতলী উপজেলার পাইকার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

বিষয়‌টি নি‌শ্চিত করে বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, দুইমাস আগে বিসিক শিল্পনগরীতে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরী হিসেবে বাসেদ কাজ শুরু করেন। সোমবার রাতেও তিনি প্রতিষ্ঠানটিতে ডিউটিরত ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় শ্রমিকরা বাসেদের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে বিসিক নগরীর সড়ক মেরামতে আসা বালুবাহী ট্রাকের চাপায় দুর্ঘটনাতে বাসেদের মৃত্যু হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী দায় এড়াতে সড়কে জমাটবাঁধা রক্ত বালুচাপা দিয়ে বাসেদের মরদেহ শাওন ব্রাদর্সের সামনে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)