ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস

কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ প্রদান, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল অ্যাডুকেশন অব বাংলাদেশ নামে স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠনসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস্ এর শিক্ষার্থীরা শিক্ষার্থীসহ ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ম্যাটসের শিক্ষার্থী ও ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা অংশ নেয়।

সেসময় মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস শিক্ষার্থী আহসান হাবিব, রুবাইয়া নাজনীন রিপা, সুইটি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

মানববন্ধন থেকে সারাদেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীর এই দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)