শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকার পতনের একদফা দাবিতে শনিবার রাজধানীতে আবারও গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিক এই কর্মসূচি পালন করবে। 

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমাদের একদফার আন্দোলন চলমান। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তি, সব মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে বিএনপিসহ সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিন-রাত চলছে আদালত। উদ্দেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা।’

‘বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে আদালত জামিন দিলেও পুরোনো মামলায় তাকে আবারও আটক দেখানো হয়েছে’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘এভাবে আদালতকে ব্যবহার করে সরকার বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে।

সংবাদ সম্মেলন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি/এফএ)