ফিফটি করে ফিরলেন সাকিব

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৩ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
সাকিব আল হাসান

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শুরুটা ভালো না হলেও পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন সাকিব-মুশফিক। এরমধ্যেই ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেছেন সাকিব। এরপরই ফিরলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান।

এখন ৪৮ রানে মুশফিক ও শূন্যরানে শামীম অপরাজিত রয়েছেন।

লাহোরে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় উইকেটে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১১ বলে ১৬ রানে ফেরেন লিটন।

ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়ও। হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ৯ বলে ২ রান করেন এই ডানহাতি ব্যাটার।

মাত্র ৪৭ রানে ৪ উইকেটে পড়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেন দলনেতা সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ইতিবাচক ব্যাট করে যান এই দুই ব্যাটার। দুজনে গড়েন ১০০ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৩ রানে থামেন সাকিব।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এমএম)