অতিরিক্ত স্পিডে চালানোয় খুবিতে গাড়ি আটক, মুচলেকা দিয়ে ছাড়

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

খুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ক্যাম্পাসে অতিরিক্ত স্পিডে ড্রাইভিং করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর কর্তৃক একটি গাড়ি আটকে রেখে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার আনুমানিক পৌনে পাঁচটায় ঢাকা মেট্রো-গ-২২৭৮৪২ নম্বরের গাড়িটি অতিরিক্ত স্পিডে ক্যাম্পাসে প্রবেশ করে। অতিরিক্ত স্পিডের কারণে ক্যাম্পাসের অদম্য বাংলার সামনে বাঁক নিতে গেলে গাড়িটি স্লিপ করে। ফলে ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তর থেকে গাড়িটি আটকিয়ে রাখা হয়। পরে রাত আটটায় মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

গাড়িটির চালক রুদ্রনীল সরকার বলেন, অদম্য বাংলার সামনে গাড়িটি থামাতে গিয়ে ইটের রাস্তায় স্লিপ করায় একটি অপ্রস্তুত ঘটনার সৃষ্টি হয়।  তবে কারো ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রেখেই আমি গাড়িটি পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলাম। এই ঘটনায় কেউ কোনো প্রকার ক্ষতির শিকার হয়নি। এই ঘটনায় আমি ক্ষমাপ্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা হাবিলদার মো. মাসুদুল ইসলাম বলেন, গাড়িটি অতিরিক্ত স্পিডে চালাচ্ছিলো এবং ক্যাম্পাসের অদম্য বাংলার সামনে অতিরিক্ত স্পিডে বাঁক নিচ্ছিল। পরে গাড়িটি আটকিয়ে রাখা হয়। এখন মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/ইএস