মানিকগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে চার লাখ ১৫ হাজার মাদক জব্দ করা হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম শরীফ হোসেন ওরফে হামিদুল ও তার স্ত্রী লতা।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, শরিফ-লতা দম্পত্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। শরিফ হোসেনের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তিনি জামিনে বের হয়ে পুনরায় স্ত্রীকে নিয়ে মাদক কারবার শুরু করেছে এমন তথ্যের ভিত্তিতে নতুন বসতি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চার লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/০৮সেপ্টেম্বর/এসএ)