এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে, ঢাকা টাইমসকে ডিএমপি কমিশনার

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রবিবার দুপুরে ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘রমনার এডিসি হারুনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে তাকে রমনা বিভাগ থেকে বদলি করা হয়েছে।’
‘ছাত্রলীগের সঙ্গে এডিসি হারুনের গণ্ডগোল হয়েছে। অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত ডিএমপির ডিসি মিডিয়া গণমাধ্যমে জানাবেন’—যোগ করেন ডিএমপি কমিশনার।
এদিকে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় এডিসি হারুনকে প্রত্যাহার করে পিওএমে বদলি ডিএমপির পক্ষ থেকে আদেশ জারি করা হচ্ছে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।
আরও পড়ুন:- ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে থানায় নিয়ে পেটালেন এডিসি হারুন
পুলিশের পিটুনির শিকার ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
নারীঘটিত একটি বিষয়ের জেরে ব্যক্তিগত আক্রোশ থেকে এডিসি হারুন ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দিবাগত রাতের মর্মান্তিক ওই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্রলীগ। দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা এই ঘটনায় এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:- দুই নেতাকে মারধর: ক্ষোভে ফুঁসছেন ছাত্রলীগ নেতারা, এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
রবিবার এক অনুষ্ঠানে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী জানান, থানার ভেতরে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে জখম করার বিষয়টি তিনি অবহিত আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই কর্মকর্তার (এডিসি হারুন) বিষয়টি এই প্রথম আমাদের নজরে এসেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেন করেছে তার জবাবদিহি তাকে করতে হবে। আমাদের কাছে এ ঘটনা এসেছে, আমরা এটা নিয়ে কাজ করছি। পুলিশ যদি এ ধরনের অন্যায় করে তাহলে তার সাজা হবে। অবশ্যই বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে।’
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসএস/ডিএম)

মন্তব্য করুন