ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জোন কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দীন রব্বানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম।

ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান মো. আনিসুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ সেক্রেটারিয়েট-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএইচ/এসএ)