কালকিনিতে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৬

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের কালকিনিতে চয়ন মন্ডল নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

নিহত চয়ন মন্ডল উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হরিকান্দী গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী কার্তিক মন্ডলের ছেলে। ওই শিক্ষার্থী জেলার ডাসার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী অ্যাকাডেমির অনার্স প্রথম বর্ষের ছাত্র। এদিকে ওই কলেজছাত্রের মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারণ বলেন, চয়নের লাশ যেভাবে পাওয়া গেছে এতে মনে হয় তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যু নিয়ে কোন রকম রহস্য থাকলে তা খুঁজে বের করা হবে।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/ইএইচ)