বৃহস্পতিবার ডিএসইতে সূচকে পতন, তবে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অঙ্কে বেড়েছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
জানা গেছে, এদিন ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬ পয়েন্টে।
বৃহস্পতিবার সিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানের ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দর বেড়েছে, কমেছে ৫৮টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এজে)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ
মঙ্গলবার ডিএসইতে সূচক নিম্নমুখী হলেও বেড়েছে লেনদেন

লভ্যাংশ দেয়নি ৯ মাসেও: বিনিয়োগকারীর টাকায় ফরচুন সুজ মালিকের ক্রিকেট বিলাস!

রবিবার ডিএসইতে সূচকে পতন, তবে লেনদেনে উত্থান

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার শেয়ার লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

ডিএসইতে সূচকের সামান্য উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন

লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে

সোমবার ডিএসইতে সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনও
