বৃহস্পতিবার ডিএসইতে সূচকে পতন, তবে বেড়েছে লেনদেন
প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অঙ্কে বেড়েছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
জানা গেছে, এদিন ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬ পয়েন্টে।
বৃহস্পতিবার সিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানের ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দর বেড়েছে, কমেছে ৫৮টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এজে)