মৌলভীবাজারে শ্রমিকদের বিরুদ্ধে ঠিকাদারকে হত্যার অভিযোগ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারে সিরাজুল ইসলাম সাইফুল নামের এক নির্মাণ ঠিকাদারকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে ছিকরাইল গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে ওই ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করা হয়। ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল রাজনগর উপজেলার মালিকোনা গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে নতুন একটি ঘরের কাজের ঠিকাদার ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ। সেই সুবাধে বাড়ির একটি ঘরে চারজন শ্রমিককে নিয়ে থাকতেন সিরাজ। শুক্রবার দুপুরে জয়নাল মিয়ার ছেলে মাহিন কাজ দেখতে গেলে ঘরের দরজা বন্ধ পায়। পরে ঘ দরজা ভেঙে ভিতরে সিরাজুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন ও সার্বিক খোঁজ নিয়ে ধারণা করছি সাথের লোকজন ঠিকাদারকে হত্যা করে পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/ইএইচ)