শ্রেয়ার সঙ্গে ‘শত্রুতা’ নিয়ে মুখ খুললেন সুনিধি

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান। বলিউডে প্লে-ব্যাক সিঙ্গারদের মধ্যে এই দুটি নামই বেশ পরিচিত এবং জনপ্রিয়। যদিও দুজনের গানের শৈলী একেবারেই আলাদা। একসময় বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে প্রায় একই সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রেয়া ও সুনিধি।

তবে দুজনের গানের ধরণ, গায়কী আলাদা হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা, একে অপরের পেছনে শত্রুতার কথা শোনা গিয়েছিল। সত্য়িই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে মুখ খুলেছেন ‘শীলা কি জাওয়ানি’ খ্যাত গায়িকা সুনিধি চৌহান।

গায়িকা বলেন, ‘শুধু শ্রেয়া নয়, আরও অনেককে আছেন। যেমন শিল্পা রাও, শালমলী খোলগড়ে, নীতি মোহন- আমাদের একসঙ্গে দেখলে আপনাদেরকেও আমাদের দিকে শুধু তাকাতে হবে। আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভালোবাসার জন্যই এসেছি।’

সুনিধির কথায়, সেই ৬০-এর দশক থেকে গায়িকাদের নিয়ে নানা তুলনা হয়। সম্পর্কের জটিলতার গল্প ফাঁদা হয়। এমনকি লতা মঙ্গেশকরকে তার নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হয়েছিল। ৮০-এর দশকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ও ঝগড়ার গল্প শোনা যেত।

তিনি আরও বলেন, ‘যতদূর আমার মনে হয়, লোকজন এই ধরনের ঝগড়ার গল্প ফাঁদেন, কারণ এতেই তারা আনন্দ পান, তাই অসুবিধা নেই। লোক দুজন মানুষের তুলনা করতে ভালোবাসেন। যারা এই গল্প করেন, তাদের এটা করতে দিন, তারা তাদের কাজ করছেন, আমরা আমাদের।’

অর্থাৎ, সুনিধি পরিষ্কার করে দিলেন যে, শুধু শ্রেয়া ঘোষাল নয়, বলিউডের কোনো গায়িকার সঙ্গেই তার কোনো ধরনের শত্রুতা নেই।

সুনিধি প্লে-ব্যাক কেরিয়ার শুরু করেছিলেন ১৯৯৯-সালে রামগোপাল বার্মার ‘মস্ত’ সিনেমার হাত ধরে। যে ছবিতে কারিনা কাপুর ও ফারদিন খান অভিনয় করেছিলেন। অন্যদিকে শ্রেয়া তার প্লে-ব্যাক ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ দিয়ে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)