১২ রানে ৬ উইকেট নেই শ্রীলঙ্কার

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারল না শ্রীলঙ্কা। মাত্র ১২ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট।

এখন ব্যাট করছেন দুনিথ ওয়েলালাগে ও মেন্ডিস।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাকা। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ শুরু হতে দেরি হয়। বৃষ্টি থামলে শুরু হয় খেলা।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে কটবিহাইন্ড করান জাস্প্রিত বুমরাহ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান ব্যাটিং লাইনে ধস নামান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এক ওভারে চার ব্যাটারকে সাজঘরের পথ ধরান তিনি। ২ রানে ফেরেন নিশাঙ্কা। আর রানের খাতায় খুলতে পারেননি সামারাবিক্রমা, আশালাঙ্কা ও ধনঞ্জয়া।

ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে এবার লঙ্কান দলনেতা দাসুন শানাকাকে সাজঘরের পথ ধরান সিরাজ। ৪ বল খেলে কোনো রানই তুলতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএম)