খিলক্ষেতে ট্রেনে কাটাপড়ে আইনজীবীর মৃত্যু
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইকবাল হোসেন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রহিমা আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘রবিবার দিবাগত রাত ১টার সময় খিলক্ষেত এলাকায় একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইকবাল হোসেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের ১৯৪ নম্বর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম আকবার আলী আর মায়ের নাম সুফিয়া খানম।
ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএ/এফএ)