বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস

যশোরের বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে মালামাল লোড আনলোডসহ খালাস প্রক্রিয়া অব্যাহত আছে। স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার। ফলে দুই পাড়ে আটকে আছে পচনশীল পণ্যসহ কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন। সকাল থেকে এ পর্যন্ত ৪ হাজার যাত্রী পারাপার করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে মালামাল লোড-আনলোডসহ খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিনহা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকারের ২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)